কুয়াকাটায় ছয়তলা ভবনের ওপর থেকে পড়ে বিদেশির মৃত্যু
প্রথম আলো
প্রকাশিত: ১৫ জুন ২০২০, ২২:৫৬
পটুয়াখালীর কুয়াকাটার একটি রিসোর্টের ছয়তলা ভবনের ওপর থেকে পড়ে এক বিদেশি ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই বিদেশির নাম লি চিং (৩২)। তিনি চীনের নাগরিক ছিলেন। তিনি তালতলী উপজেলায় বাংলাদেশ-চীনের যৌথ মালিকানায় বাস্তবায়নাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের বিজনেস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
যে রিসোর্ট থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে, ওই রিসোর্টের নাম সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলা। নাম প্রকাশ না করার শর্তে রিসোর্টটির এক কর্মকর্তা জানান, লি চিং রিসোর্টটির উত্তর দিকের ভিলার ১০১১ নম্বর কক্ষে থাকতেন। গত বছরের নভেম্বর মাসে তিনি এই কক্ষে এসে ওঠেন।