কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় সিদ্ধান্ত নেন আমলারা, চিকিৎসকরা সাইড লাইনে

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১২ জুন ২০২০, ১৫:০২

বাংলাদেশে শুরু থেকেই করোনা চিকিৎসা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোনো ‘এপিডেমিক প্রজেকশন মডেল’ তৈরি করা হয়নি৷ ফলে জানা নেই কত আক্রান্ত হতে পারে, কতগুলো হাসাপতাল লাগবে, কত বেড লাগবে, কতগুলো আইসিইউ বেড লাগবে, লাগবে কতগুলো টেস্টিং সেন্টার৷ সাধারণ ছুটি দিয়ে কী হবে, কোথায় লকডাউন লাগবে, কেন লাগবে তাও বৈজ্ঞানিকভাবে ঠিক করা হয়নি৷ ফলে করোনার বিরুদ্ধে সামনে থেকে বাংলাদেশ কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি৷ তাই এখন করোনার পেছনে দৌড়াচ্ছে বাংলাদেশ৷

সাধারণ ছুটির নামে প্রায় দুই মাস বাংলাদেশে নানা পরীক্ষা চলেছে৷ পোশাক শ্রমিকদের নিএকবার বাড়ি পাঠানো হয়েছে আবার ঢাকায় আনা হয়েছে৷ তখন গণপরিবহন আবার বন্ধ ছিল৷ ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি বাড়িয়ে বাড়িয়ে ৩০ মে পর্যন্ত চালানো হয়েছে৷ এরপর সব কিছু খুলে দেয়া হলো৷ বলা হলো সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সব কিছু চলবে৷ আগেই ঈদে বাংলাদেশের সব দোকানপাট, শপিংমল খুলে দেয়া হলো৷ এখন সারাদেশে সব কিছু খোলা৷ লঞ্চে, গণপরিবহনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের কথা বলা হলেও বাস্তবে তার কোনো বালাই নেই৷ আর সবশেষ শুরু হয়েছে জোনিং পদ্ধতি৷ পুরো বাংলাদেশকে লাল, হলুদ আর সবুজ রঙে ভাগ করা হয়েছে৷ লাখে ৩০-এর বেশি আক্রান্ত হলে লাল, ৩০-এর কম হলে হলুদ আর করোনা রোগী না থাকলে সবুজ৷

রেড জোন লকডাউন শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে৷ তাও একটি এলাকা, ঢাকার পূর্ব রাজাবাজার ২৭ নাম্বার ওয়ার্ড দিয়ে৷ করোনায় প্রায় ৩ মাস পর এক হাজারের বেশি মৃত্যু আর প্রায় ৮০ হাজার আক্রান্ত নিয়ে বাংলাদেশ এখনো পরীক্ষা-নিরীক্ষার মধ্যে আছে৷ ঢাকার প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার স্বাস্থ্যকর্মীর ঘরে ফেরা স্থানীয় এক হাসপাতালে সারারাত ডিউটি শেষে এক চিকিৎসক ঘরে ফিরছেন৷ ঢাকার প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার গর্ভবতীর জন্য সহানুভূতি এক গর্ভবতী নারী চিকিৎসকের কাছে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর স্বামীসহ বাসায় ফিরছেন৷ ঢাকার প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার জীবাণুমুক্তকরণ যাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দেয়া হচ্ছে, তাঁদের শরীরে জীবাণুনাশক তরল ছিটিয়ে দেয়া হচ্ছে৷ ঢাকার প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার বর্জ্য অপসারণ এলাকাকে পরিচ্ছন্ন রাখতে বর্জ্য অপসারণের বিকল্প নেই৷ সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী তাঁর বর্জ্যে পূর্ণ ভ্যান নিয়ে এলাকা থেকে বের হচ্ছেন৷

ঢাকার প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার ঘরে বাজার পৌঁছানো হলো না এক নৈশপ্রহরী ডিউটি শেষে বাজার করে বাসায় ফেরার পথে এলাকার প্রবেশ পথে তাঁকে আটকে দেয়া হয়৷ ঢাকার প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার অবশেষে অনুমতি মেডিকেল এমার্জেন্সির কাগজপত্র দেখিয়ে অনেক অনুনয় বিনয়ের পর মিললো প্রবেশের অনুমতি৷ ঢাকার প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার সাক্ষাৎকার যে এলাকাবাসীদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি তাদের সাক্ষাৎকার নিচ্ছেন এক সংবাদকর্মী৷ ঢাকার প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার আমরা পৌঁছে দেব যাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না তাদের কাছে জরুরি কিছু থাকলে স্বেচ্ছাসেবকরা সেগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিচ্ছেন৷ ঢাকার প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার বাদ যায়নি পোষা প্রাণী মালিককে হয়ত ঢুকতে দেয়া হচ্ছে না, তাই পোষা বিড়ালটিকেই মালিকের হাতে পৌঁছে দিচ্ছেন এক স্বেচ্ছাসেবক৷ ঢাকার প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার জরুরি সেবা জরুরি সেবা সম্পন্ন করার পর বিদ্যুৎ বিভাগের একটি গাড়িকে বেরিয়ে যেতে দেয়া হচ্ছে৷

ঢাকার প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার ভ্রাম্যমাণ কাঁচাবাজার যেহেতু এলাকাবাসীরা দুই সপ্তাহ এলাকা ত্যাগ করতে পারবেন না, তাই তাঁদের দোরগোড়াতেই পৌঁছে যাচ্ছে সরকার নির্ধারিত ভ্রাম্যমাণ ভ্যান৷ ঢাকার প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার সেনাবাহিনীর টহল সার্বিক আইনশৃঙ্খলা ও নিয়মকানুন পর্যবেক্ষণে সেনাবাহিনীর পেট্রোল গাড়ি সার্বক্ষণিক টহল দিচ্ছে৷

কত কমিটি, কাজ কী? কোভিড-১৯ নিয়ে ‘ন্যাশনাল কমিটি ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব কোভিড’-এর প্রধান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷ করোনা নিয়ে এটিই সর্বোচ্চ কমিটি৷ পোশাক কারখানা চালু করা, মসজিদ খুলে দেয়া, সাধারণ ছুটি বাতিল করাসহ আরো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে ছাড়াই হয়েছে বলে তার দাবি৷ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বারবার বলেছেন, ‘‘আমি জানি না৷’’ তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে জানেন কে? সিদ্ধান্ত কারা নেন? এই সর্বোচচ জাতীয় কমিটির সদস্য সংখ্যা ২৬ জন৷ কমিটিতে প্রথম ২০ জনের মধ্যে কোনো চিকিৎসক নেই৷  আরেকটি কমিটির নাম ‘ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব কোভিড-১৯ ৷ কমিটির প্রধান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক৷ কমিটির উপদেষ্টা মেডিসিন বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও