দীর্ঘদিনের দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয় দখল করে আবাসিক হল ঘোষণা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। তারা একে ‘শহীদ মীর মুগ্ধ হল’ নামে ঘোষণা দেন।
রোববার (১০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মৎস্য বীজ খামারে গিয়ে কার্যালয় দখলে নেন।
জানা যায়, মিছিল নিয়ে কার্যালয়ে গিয়ে সমাবেশ শেষে কর্মকর্তা-কর্মচারীদের ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়ে বের হয়ে যেতে বলেন শিক্ষার্থীরা। পরে কর্মকর্তারা চলে গেলে শিক্ষার্থীরা মূল ভবনে ‘শহীদ মীর মুগ্ধ হল’ লেখা ব্যানার টানিয়ে দেন ও ‘দাবি নয় অধিকার, মৎস্য ভবন দরকার’ ইত্যাদি স্লোগান দেন। শিক্ষার্থীরা বিকেল ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।