চড়া শাক-সবজি, মাছ-মুরগির বাজার
সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে শাক-সবজি ও মাছ-মুরগির। সবজিভেদে কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। কেজিতে ১০-৫০ টাকা পর্যন্ত বাড়তি রয়েছে মাছের বাজার। চড়া রয়েছে মুরগির বাজারও। কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত বাড়তি রয়েছে বিভিন্ন মুরগি দাম। তবে মাছ, মুরগি, সবজির দাম বাড়লেও দাম কমেছে আদা, রসুন ও পেঁয়াজের। আর অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংস, চাল, ডাল, ডিম, আলু, তেল, লবন, চিনিসহ অন্য পণ্যের দাম।
শুক্রবার (১২ জুন) রাজধানীর রামপুরা, মালিবাগ, খিলগাঁও, শান্তিনগর, মতিঝিল, ফকিরাপুল এলাকা ঘুরে এসব চিত্র উঠে আসে।
এসব এলাকার বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বাড়তি রয়েছে সবজির দাম। কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে এসব এলাকার বাজারে বর্তমানে প্রতিকেজি আকারভেদে পটল বিক্রি হচ্ছে ৪০-৫৫ টাকা, ঝিঙা-চিচিঙা-ধন্দুল ৪০-৬০ টাকা, কাকরোল ৬০-৭০ টাকা, করল ও উস্তি ৬০-৭০ টাকা, কচুর ছড়া ৫০-৬০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি টমেটো (প্রকারভেদে) বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা, পেঁপে ৪০-৬০ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা, কচুর লতি ৫০-৬০ টাকা, বেগুন ৪০-৮০ টাকা, কাঁচা মরিচ ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
বাজারে সবচেয়ে বেশি বেড়েছে ধনিয়া পাতার দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতিকেজি ধনিয়াপাতা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিদরে। দাম অপরিবর্তিত আছে আলু, কলা, বড় কচু, লেবু, পুদিনা পাতা, লাউ, জালি কুমড়ার দাম।
দাম বেড়েছে শাকের বাজারে। প্রতি আটিতে (মোড়া) দুই থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি আটি (মোড়া) কচু শাক বিক্রি হচ্ছে ১০-১২ টাকা, লাল শাক ১২-১৫ টাকা, মূলা ১২-১৫ টাকা, পালং শাক ১৫ টাকা, লাউ ও কুমড়া শাক ৩০-৪০ টাকা, পুঁইশাক ১৫-২০ টাকায়।
অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম। এসব বাজারে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০-৬০০ টাকা, মহিশের মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা, বকরি ৭৫০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
গরু-খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত বাড়তি রয়েছে। কেজিতে ২০-২৫ টাকা বেড়ে বর্তমানে প্রতিকেজি বয়লার বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকা কেজি দরে, কেজিতে ২০ থেকে বেড়ে প্রতিকেজি লেয়ার ২২০ টাকা, সাদা লেয়ার ১৯০ টাকা কেজিদরে। কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি সোনালি মুরগী বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা, প্রতিকেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিদরে।