কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংবাদপত্র বাঁচাতে কমাতে হবে কর-ভ্যাট

সংবাদ সম্পাদকীয় প্রকাশিত: ১১ জুন ২০২০, ২২:৪৩

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিরূপ পরিস্থিতিতে পড়েছে সংবাদপত্র শিল্প। বিজ্ঞাপন শূন্যের কোঠায় নেমে এসেছে। পত্রিকার গ্রাহকও কমেছে। এ অবস্থায় সংবাদপত্র টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। তাই সংবাদপত্রের করপোরেট ট্যাক্স ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং নিউজপ্রিন্ট আমদানির ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বাদ দেয়ার দাবি জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সামনে রেখে সংবাদপত্র শিল্প রক্ষায় নোয়াবের পক্ষ থেকে এসব প্রস্তাব দেয়া হয়েছে।

সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে সংগঠনের পক্ষে নোয়াব সভাপতি একে আজাদ পাঁচ দফা দাবি সংবলিত লিখিত প্রস্তাব পাঠান। অন্য প্রস্তাবগুলো হলো- বিজ্ঞাপন আয়ের ওপর উৎস কর (টিডিএস) ৪ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা, উৎসস্থলে কাঁচামালের ওপর ৫ শতাংশের বদলে অগ্রিম কর (এআইটি) শূন্য শতাংশ করা, কর্মীর আয়কর থেকে প্রতিষ্ঠানকে দায়মুক্ত করা এবং তার বাড়ি ভাড়ার পুরোটাই করমুক্ত করা। নোয়াবের উল্লেখিত দাবির প্রতি আমরাও সমর্থন জানাই এবং এ ব্যাপারে অতি শীঘ্রই কার্যকর উদ্যোগ প্রত্যাশা করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও