You have reached your daily news limit

Please log in to continue


চারতলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যার অভিযোগ, বাড়িওয়ালা পলাতক

পাবনা শহরের মহেন্দ্রপুরে এক গৃহকর্মীকে নির্যাতনের পর চারতলা থেকে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে পাবনা কেন্দ্রীয় বাসটামিনাল এলাকায় এই ঘটনা ঘটে। মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেলেও এখনও মৃতদেহ পাওয়া যাপয়নি। নিহত মালেকা খাতুন (৩০) সদর উপজেলার লোহাগাড়া চমরপুর এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আব্দুল আলিমের স্ত্রী লাকি খাতুনকে আটক করেছে। স্থানীয়দের বরাত দিয়ে ঘটনাস্থলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, মহেন্দ্রপুর এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আলিমের বাড়িতে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে তার স্ত্রী লাকি খাতুন ও লাকির মা এই নির্যাতন চালায়। পরে ছাদ থেকে ফেলে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিবারের সাথে আলাপ করে জানতে পারি নিহত ওই কাজের মহিলা ছাদে কাপড় শুকাতে দিতে গিয়ে নিচে পড়ে গিয়ে নিহত হন। তবে আলিমের কোন পদ-পদবী এখনো নিশ্চিত না হওয়া গেলেও সে এলাকায় আওয়ামী লীগ নেতা বলে প্রচার আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহকর্মী মালেকা খাতুন মারা যাওয়ার সাথে সাথেই মৃতদেহ তুলে হাসপাতালে নেওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে খোঁজ নিয়েও মালেকার মরদেহ পাওয়া যায়নি। আলিমের বিরুদ্ধে পাবনা বাস টার্মিনাল এলাকায় মাদক ব্যাবসা থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ও পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ ঘটনাস্থলে গিয় তদন্ত করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন