সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক প্রধান তথ্য কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গোলাম রহমান। তার পরিবারের পাঁচ সদস্যের করোনা পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে আছেন তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও একজন গৃহ পরিচারিকা। এর মধ্যে তার স্ত্রীকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে এখন প্লাজমা থেরাপি দেয়া হচ্ছে৷ বাকিরা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।অধ্যাপক গোলাম রহমান গণমাধ্যমকে জানান, গত ২৯ মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়৷ এরপর পরীক্ষা করালে তিনিসহ পরিবারের অন্য সদস্যদেরও করোনা সংক্রমণ শনাক্ত হয়৷ তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়৷ এখন তাকে প্লাজমা থেরাপি দেয়া হচ্ছে৷
অধ্যাপক গোলাম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক। তিনি প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.