পিআইডি কর্মচারীর পকেটে বিস্ফোরিত হলো সিম্ফনি মোবাইল
তথ্য অধিদফতরের (পিআইডি) একজন কর্মচারীর পকেটেই বিস্ফোরিত হলো সিম্ফনি মোবাইল ফোন। প্যান্ট ও পা সামান্য পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছেন তিনি।
এই কর্মচারীর নাম মো. তোফায়েল হোসেন, তিনি অফিস সহকারী। দুপুরে তথ্য অধিদফতরের তৃতীয় তলায় প্রধান তথ্য কর্মকর্তার একান্ত সচিব আমিনুল ইসলামের কক্ষে এই ঘটনা ঘটে। বিস্ফোরিত সিম্ফনি মোবাইল ফোনটির মডেল ভি-৭৫, এটি অ্যান্ড্রোয়েড ফোন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম বলেন, ‘তোফায়েল আমার রুমে একটা কাজে এসেছিল। সে আমার টেবিলের সামনের সোফায় বসে ছিল। হঠাৎ বিকট শব্দ হল, সঙ্গে সঙ্গে তার প্যান্টে আগুন লেগে গেল। ওখানে উপস্থিত সবার চেষ্টায় দ্রুত আগুন নিভিয়ে ফেললাম। বিস্ফোরিত মোবাইলটি নিচে পড়ল। তার পায়ের কিছু অংশ পুড়ে গেল।’
তিনি বলেন, ‘সবার ভাগ্য ভাল যে বড় ধরনের ইনজুরি হওয়া থেকে সবাই বেঁচে গেলাম। আমরা এতদিন ফেসবুকে, অনলাইনে এগুলো পড়তাম, দেখলাম। কিন্তু আজ আমার চোখের সামনে এমন ঘটনা ঘটল। চোখের সামনে না ঘটলে হয়তো এটাকে গল্পই মনে হতো।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.