সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ৬শ ছাড়ালো, মৃত্যু ১৪
সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। হঠাৎ করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ায় সিলেট বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে।
সোমবার (১ জুন) সিলেট জেলায় নতুন করে পুলিশ-চিকিৎসকসহ আরও ৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০৪ জনে দাঁড়ালো। এর মধ্যে মারা গেছেন ১৪ জন। আর সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ৮৯ জন। রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে আক্রান্তদের মধ্যে পুলিশ ও চিকিৎসক রয়েছেন জানিয়ে তিনি বলেন, সোমবার নমুনা পরীক্ষায় সিলেট সদর উপজেলায় ৩৮ জন, কানাইঘাটে চারজন, গোয়াইনঘাটে তিনজন, বালাগঞ্জে তিনজন এবং সুনামগঞ্জের ছাতকে একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ছাতকের ওই ব্যক্তি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.