নিরাপত্তা চেয়ে ১ মাস আগে জিডি করেছিলেন এনসিপি নেতা রুমি

ডেইলি স্টার প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ২০:১৯

মৃত্যুর প্রায় এক মাস আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জান্নাত আরা রুমি (৩০) নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।



আজ বৃহস্পতিবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকেকে এ তথ্য জানান।


তিনি বলেন, 'জিডির পর থেকে বিষয়টি তদন্তাধীন ছিল এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছিল পুলিশ।'


আজ সকালে রাজধানীর হাজারীবাগ থানার জিগাতলা এলাকার একটি হোস্টেল থেকে রুমির মরদেহ উদ্ধার করে পুলিশ।


তিনি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়ক ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


এনসিপির ধানমন্ডি থানার সদস্যরা জানান, গত ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল চলাকালে ধানমন্ডি-৩২ এ রুমি কয়েকজন আওয়ামী লীগ নেতাকে পুলিশের হাতে সোপর্দ করেছিলেন। 


সে সময় রুমি পাইপ দিয়ে এক নারীকে মারধর করেন। ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।


এনসিপি নেতারা জানান, ওই ঘটনার পর থেকে দেশি-বিদেশি বিভিন্ন ফোন নম্বর থেকে রুমিকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। 


এমনকি তার পরিবারের সদস্যদের ফোন নম্বরসহ বিস্তারিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এবং বাড়িঘরে অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয়।


চরম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ১৩ নভেম্বর রাতে রুমি থানায় জিডি করেন। 


জিডিতে বলা হয়, আওয়ামী লীগের নেতা-কর্মীদের আইনের আওতায় আনার কারণে রুমিকে টার্গেট করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও