মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে ভ্যানচালক বাবার স্বপ্ন পূরণ করলেন ছেলে

প্রথম আলো প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭

চোখে-মুখে ক্লান্তি নিয়ে ভ্যান চালাতে চালাতে সুরুজ আলী একটাই স্বপ্ন দেখতেন, ছেলে একদিন চিকিৎসক হবে। এ স্বপ্ন বুকে নিয়ে বছরের পর বছর অপেক্ষা করেছেন। অবশেষে তাঁর সেই অপেক্ষার অবসান হয়েছে। ছোট ছেলে মো. সানাউল্লাহ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।


সংসারের টানাপোড়েন, অভাব আর অনিশ্চয়তার মধ্যেও সুরুজ আলীর একটাই জেদ ছিল, যেকোনো পরিস্থিতিতেও সন্তানদের পড়াশোনা থামবে না। প্রতিদিনের আয় থেকে সামান্য যা বাঁচত, সেটুকু জমা হতো ভবিষ্যতের আশায়। সেই ছোট ছোট ত্যাগ আর বড় বিশ্বাসের ওপর ভর করে ছেলেকে নিয়ে এসেছেন এ পর্যন্ত।


খোঁজ নিয়ে জানা গেছে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা গ্রামের বাসিন্দা সুরুজ আলী প্রায় ২০ বছর আগে জীবিকার প্রয়োজনে আশ্রয় নেন গাজীপুরের শ্রীপুর উপজেলায়। বর্তমানে থাকছেন উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায়। তখন থেকেই তাঁর পুঁজি বলতে ছিল অটুট মনোবল। প্রথম দিকে দৈনিক মজুরিভিত্তিক কাজ করেছেন। পরে গত প্রায় ১২ বছর ধরে ভ্যান চালানোই তাঁর পেশা।


সুরুজ আলীর তিন সন্তানের মধ্যে ছোট মো. সানাউল্লাহ। তিনি শ্রীপুরের হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও ময়মনসিংহের সৈয়দ নজরুল কলেজ থেকে এইচএসসিতে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হন। মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার সানাউল্লাহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও