You have reached your daily news limit

Please log in to continue


১২ শিল্পীর কণ্ঠে ‘বাঁচি আশায় ভালোবাসায়’

দূর্যোগে লড়াই চালিয়ে যাওয়া এবং বেঁচে থাকার আশা জাগিয়ে তুলতে একসঙ্গে গাইলেন ১২জন কণ্ঠশিল্পী। গানের শিরোনাম ‘বাঁচি আশায় ভালোবাসায়’। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা বশির। একইসঙ্গে গানে কণ্ঠও দিয়েছেন তিনি। একইসঙ্গে গেয়েছেন বাদশা বুলবুল, বাপ্পা মজুমদার, রুমানা ইসলাম, সমরজিৎ রায়, প্রিয়াংকা গোপ, দিনাত জাহান মুন্নী, দিঠি আনোয়ার, হুমায়রা বশির, কোনাল, ইউসুফ আহমেদ খান ও সাব্বির জামান। সম্প্রতি সারগাম সাউন্ড স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। গানটি উৎসর্গ করা হয়েছে খ্যাতিমান কণ্ঠশিল্পী ও সুরকার বশির আহমেদ ও মীনা বশিরকে। এ আয়োজনের সমন্বয়ক ও কণ্ঠশিল্পী হুমায়রা বশির বলেন, ‘এ এক অন্যরকম সময়। আমরা যেন স্বাভাবিক জীবনের বাইরে অবস্থান করছি। মানুষকে নতুন করে ভাবতে হচ্ছে সবকিছু নিয়ে। আশা আর ভালোবাসাই এখন মানুষের একমাত্র ভরসা। এই গানের কথায় এটাই তুলে ধরা হয়েছে। যে উদ্যোশ্য নিয়ে আমাদের এ আয়োজন তা সফল হোক, এটাই প্রত্যাশা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন