কোভিড-১৯ করোনাভাইরাস চীন থেকে শুরু হলেও যুক্তরাষ্ট্র ও ইউরেপের দেশগুলো কেন্দ্রস্থল হয়েছে বহু আগে। তবে এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতও চীনকে ছাড়িয়ে গেলো করোনায়। করোনা সংক্রমণের দিক থেকে ভারত কয়েকদিন পূর্বেই চীনকে অতিক্রম করেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ভারতে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ জন। আর চীনের আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯৯৫ জন। গত গত ২৪ ঘণ্টায় ভারতে ১৭৭ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের দিক থেকেও চীনকে অতিক্রম করেছে। দেশটিতে মোট মৃত্যু এখন ৪৭১১ জন। আর চীনের মোট মৃত্যু ৪৬৩৪জন।
এনডিটিভি বলছে, ভারতে গত টানা সাত দিন দৈনিক কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৬ হাজারের ওপরে থাকছে। গত সপ্তাহেই করোনা আক্রান্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম দশে ঢুকে পড়েছে ভারত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.