মাদুরোকে ৫ মাস নিবিড় নজরদারিতে রেখেছিলেন মার্কিন গোয়েন্দারা
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর আগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ৫ মাস নিবিড় নজরদারির মধ্যে রেখেছিলেন মার্কিন গোয়েন্দারা। মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল ড্যান কেইন গতকাল শনিবার এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে সরাসরি নিউইয়র্ক সিটিতে নিয়ে আসেন মার্কিন সেনারা। মার্কিন প্রতিরক্ষা বাহিনী এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন অ্যাবস্যালুট রিজল্ভ’।
নিউইয়র্ক সিটিতে এক ব্রিফিংয়ে মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান এবং চিফ অব স্টাফ ফোরামের চেয়রম্যান জেনারেল ড্যান কেইন বলেন, “আমরা গত আগস্ট মাস থেকে মাদুরোকে নিবিড় নজরদারির মধ্যে রেখেছিলাম। তিনি কীভাবে চলাফেরা করেন, কোথায় থাকেন, কোথায় কোথায় যান, কী খান, কোন পোশাক পরেন এমনকি তার পোষা প্রাণীগুলোর সার্বক্ষণিক তথ্য আমাদের কাছে থাকত।”
“এমনকি আমরা যে ‘অপারেশন অ্যাবস্যালুট রিজল্ভ’ পরিচালনা করলাম— এটির জন্যও কয়েক মাস ধরে পরিকল্পনা ও মহড়া (রিহার্সেল) করতে হয়েছে আমাদের। তারপর এ ব্যাপরে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে।”