ভেনেজুয়েলায় আক্রমণের পর এবার কলম্বিয়া, মেক্সিকো ও কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি
ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করা নিয়ে আন্তর্জাতিক বিতর্কের মধ্যেই এবার লাতিন আমেরিকার আরও তিন দেশকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ভেনেজুয়েলার পর এবার তার নিশানায় কলম্বিয়া, মেক্সিকো এবং কিউবা। এই দেশগুলোকে মাদক ব্যবসার আঁতুড়ঘর বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
তিনি স্পষ্ট করেই জানিয়েছেন, মাদকপাচার ও অনুপ্রবেশকারীদের বিষয়ে তার দেশ কাউকেই ছাড় দেবে না। মাদক সন্ত্রাস ঠেকাতে যা প্রয়োজন তা করতেও পিছপা হবে না।
ভেনেজুয়েলার মতো পরিণতি হতে পারে এই দেশগুলোরও। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুঁশিয়ার করে দিয়ে ট্রাম্প বলেছেন, তিনি যেন নিজের ‘পশ্চাদ্দেশ’ সামলে চলেন।
শনিবার ভেনেজুয়েলায় ঢুকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। তা নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা করেন পেত্রো।
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সার্বভৌমত্বে আঘাত হেনেছে। লাতিন আমেরিকায় মানবিক সঙ্কট তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
মাদুরোর সঙ্গে পেত্রোর সম্পর্ক বরাবরই ভাল। তবে মাদুরোর নাম না নিয়ে পেত্রো যুক্তরাষ্ট্রের এই সমালোচনা করেন। এরপরই ট্রাম্প পেত্রোকে কড়া হুঁশিয়ারি দেন।
সাংবাদিকদেরকে তিনি বলেন, “পেত্রোর কোকেন তৈরির কারখানা আছে। আমি আগেও একথা বলেছিলাম। আবারও বলছি, পেত্রোর মাদক তৈরির একাধিক কারখানা আছে। কলম্বিয়ায় মাদক তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। তার (পেত্রো) নিজেকে নিয়ে ভাবা উচিত।
ভেনেজুয়েলায় আক্রমণের আগে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে দেশটির একের পর এক জাহাজে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। জব্দ করে তাদের তেলের ট্যাঙ্কারও। ভেনেজুয়েলায় রকেটও নিক্ষেপ করা হয়।সেই সময়ও কলম্বিয়ার প্রেসিডেন্টেকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, “তিনি (পেত্রো) মাদকবিরোধী অভিযানের পরবর্তী নিশানা হতে পারেন।”