৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমার আয়োজন
দীর্ঘ ৩৪ বছর পর পশ্চিমবঙ্গের মাটিতে শুরু হচ্ছে ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্ব ইজতেমা অর্থাৎ বিশেষ ইসলামিক সম্মেলন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনেখালি বিধানসভার অন্তর্গত পুইনান গ্রামে আয়োজিত হয়েছে এই ইজতেমার। এর আগে হাওড়ার বাঁকড়ায় বিশ্বের সবচেয়ে বড় ইজতেমা হয়েছিল।
প্রায় ৬০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে হচ্ছে এই ধর্মীয় সম্মেলন। তাবলিগ জামাতের উদ্যোগে ২ জানুয়ারি থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমা চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত।
নেপাল ও বাংলাদেশসহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা লাখো মুসল্লির উপস্থিতিতে ইজতেমা ময়দান পরিণত হয়েছে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলন মেলায়। এই ইজতেমাকে কেন্দ্র করে করা নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে পুরো অঞ্চল।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোটা দেশ থেকে লাখ লাখ মানুষের জমায়েত হয়েছে ইজতেমায়। প্রশাসনিক তরফ থেকে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের জন্য রাখা হয়েছে একাধিক ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন রাস্তাঘাটে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নো এন্ট্রির ব্যবস্থাও করা হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিশ্ব ইজতেমা