কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘূর্ণিঝড় আম্ফান: বরগুনায় ৬ কোটি টাকার ফসলহানী

কালের কণ্ঠ প্রকাশিত: ২৪ মে ২০২০, ০৮:৩১

ঘূর্ণিঝড় আম্ফানের কারণে বরগুনার সদর উপজেলাসহ ছয়টি উপজেলায় সাড়ে ১১ ফিট উচ্চতার তীব্র জোয়ারের পানিতে প্লাবিত হয়ে যে ফসলহানী হয়েছে তার বাজার মূল্য ছয় কোটি টাকা হবে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরসূত্রে জানা গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই ঝড়ে যেসব ফসল বেশি ক্ষতি হয়েছে তার মধ্যে রয়েছে ভূট্টা, চিনাবাদাম, সূর্যমুখী, তিল, গ্রীষ্মকালিন মরিচ, গ্রীষ্মকালিন সবজি, পান, কলা, পেপে এবং আম। জেলায় ১৬ হাজার ৫৮৪ হেক্টর জমিতে রবি ফসল আবাদ হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানে ২০৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

আরো জানা গেছে, জেলায় ভূট্টা আবাদ করা হয়েছিল ৬০৫ হেক্টর জমিতে। এরমধ্যে অধিকাংশই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হেক্টর জমির ভূট্টা। যার বাজার মূল্য দেড় লাখ টাকা। চিনাবাদাম আবাদ করা হয়েছিল এক হাজার ৯৫ হেক্টর জমিতে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ হেক্টর জমির চিনাবাদাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও