আম্ফান তাণ্ডবে ভেসে গেছে হাজারো চিংড়ি ঘের

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২১ মে ২০২০, ১৬:৩৬

সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে সাতক্ষীরার ২৫টি স্থানের বাঁধ ভেঙে ৪০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে ভেসে গেছে কয়েক হাজার চিংড়ি ঘের। এছাড়া আম্ফানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অসংখ্য গাছা-পালা, বাড়ি-ঘর পোল্ট্রি খামারের। ডিসি এস এম মোস্তফা কামাল বলেন, ঝড়ে জেলা শহরসহ বেশ কয়েকটি এলাকা তছনছ হয়ে গেছে। ভেসে গেছে কয়েক হাজার চিংড়ি ঘের। এছাড়া এক নারীর মৃত্যুও হয়েছে। তিনি আরো বলেন, বাঁধ মেরামত করতে পানি উন্নয়ন বোর্ডকে কাজ করতে বলা হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসন কাজ শুরু করেছে। বুধবার ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার বেগে বিকেল ৪টায় সুন্দরবন উপকূলে আম্ফান আছড়ে পড়ে। পরবর্তীতে ধীরে ধীরে এর গতিবেগ বেড়ে রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ১৪৮ কিলোমিটার বেগে পূর্বদিক থেকে পশ্চিম দিকে ঝড়ো হাওয়াটি প্রবাহিত হতে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও