 
                    
                    ঘূর্ণিঝড় আম্ফান: সোনাগাজীতে অর্ধশত আশ্রয় কেন্দ্র প্রস্তুত
                        
                            ডেইলি বাংলাদেশ
                        
                        
                        
                         প্রকাশিত: ১৯ মে ২০২০, ১৫:৩৩
                        
                    
                আম্ফান মোকাবিলায় ফেনীর সোনাগাজীতে অর্ধশত আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি উপজেলার সব সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।  করোনা পরিস্থিতিতে আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।  
ইউএনওর কার্যালয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, চিকিৎসক ও সিপিপির স্বেচ্ছাসেবকদের নিয়ে ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। ইউএনও অজিত দেব বলেন, দূর্যোগ মোকাবিলায় এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনাসহ জনগনকে সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                