আসাদ গেট থেকে মলম পার্টির ৫ সদস্য আটক
মোহাম্মদপুরের আসাদগেট এলাকা থেকে মলম পার্টির চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন মলম, তরল পদার্থ ও ওষুধ জব্দ করা হয়। আটকরা হলেন- কালু মিয়া, মিলন হাওলাদার, রিপন মিয়া, আলিয়ার রহমান ও দিদার হোসেন।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচএম পারভেজ আরেফিন বলেন, আসাদ গেট এলাকায় র্যাবের একটি দল সিভিলে টহল দিচ্ছিলো। এসময় কয়েকজনের গতিবিধি আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছিলো। পরে তাদের আটক করা হয় এবং উদ্ধার করা হয় ওষুধ, তরল পদার্থ এবং মলম। তারা তরল জাতীয় এসব মলম সাধারণ পথচারীদের চোখে-মুখে ছিটিয়ে সবকিছু ছিনিয়ে নিতো। আবার ডাব কিংবা অন্য খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে মানুষকে অজ্ঞান করে সর্বত্র লুটত করে নিতো।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১১ মাস আগে