আম্ফান মঙ্গলবার শেষ রাত থেকে পরদিন বুধবার সন্ধ্যার মধ্যে বরিশাল ও খুলনা উপকূলে আঘাত হানতে পারে। এর পূর্ব প্রস্তুতি হিসেবে বরিশাল বিভাগে ৫৫ হাজার স্বেচ্ছাসেবক প্রত্যন্ত এলাকায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে অবহিত করছে বলে জানিয়েছেন সিপিপি’র বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আব্দুর রশিদ।
তিনি জানান, একই সাথে প্রতিটি ঘূর্ণিঝড় কেন্দ্রে ২টি করে পতাকা উত্তোলন করা হয়েছে। সিপিপি ঘূর্ণিঝড় শুরুর আগেই মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছে। তাদের সামাজিক দূরত্ব বজায় রেখে আশ্রয় কেন্দ্রে অবস্থান এবং অবশ্যই মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.