You have reached your daily news limit

Please log in to continue


১০০ ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করবে ঢাবি

কোভিড-১৯ এর জিনোম সিকোয়েন্সিং ও মানবদেহের ভিন্নমাত্রার প্রভাব নিয়ে প্রাথমিক পর্যায়ে ১০০টি ভাইরাসের জিনোম সিকোয়েন্স নিয়ে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ফান্ড পেলে এটি অব্যাহত রাখা হবে। বৃহস্পতিবার ঢাবির সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স (কার্স) ভবনে মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে এ তথ্য জানান ঢাবির করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান। লিখিত বক্তব্যে বলা হয়, জীববিজ্ঞান অনুষদের সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞ শিক্ষকগণ বাংলাদেশে করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিংসহ আক্রান্ত ব্যক্তিদের এক্সোম (মােট জিনের সমন্বয়) সিকোয়েন্সিংয়ের একটি বিস্তৃত গবেষণা প্রকল্প নিয়ে কাজ শুরু করেছেন। প্রাথমিক পর্যায়ে সংগৃহীত নমুনা থেকে প্রায় ১০০টি ভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হবে। যেহেতু ভাইরাসটি ক্রমাগত মিউটেশনের মাধ্যমে তার জিনগত বৈশিষ্টের পরিবর্তন ঘটিয়েছে সেহেতু অধিক সংখ্যক ভাইরাসের জিনােম সিকোয়েন্সিংয়ের মাধ্যমেই একমাত্র এর আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া সম্ভব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন