কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুরোনো আবহে পুরান ঢাকা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৪ মে ২০২০, ০৯:৩০

পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দোকান খুলেতে শুরু করেছে। রাস্তায় বেড়েছে মানুষের চলাচল। কোথাও কোথাও সেই আগের মতো যানজট তৈরি হচ্ছে। সবমিলিয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও পুরোনো আবহে ফিরতে শুরু করেছে রাজধানীর পুরান ঢাকা। সারাদেশে সীমিত পরিসরে দোকানপাট খোলার সুযোগ দেওয়ার পর বুধবার (১৩ মে) পুরান ঢাকার টিকাটুলি থেকে শুরু করে ওয়ারী, নবাবপুর রোড, বংশাল, নাজিমুদ্দিন রোড, মৌলভীবাজার, চকবাজার, উর্দূ রোড, ইসলামপুর ঘুরে এসব চিত্র দেখা গেছে। টিকাটুলি এবং ওয়ারীতে পোশাক, জুতা, ইলেকট্রনিক্সসহ অন্যান্য পণ্যের দোকান খুলেছে। নবাবপুর রোড এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও পণ্য ওঠানো-নামানো ও সরবরাহ করতে দেখা গেছে। নাজিমুদ্দিন রোডে আসবাব ও অন্যান্য দোকান খোলা ছিল। মৌলভীবাজারে নিত্যপণ্য ও অন্যান্য পণ্যের বেচাকেনা চলতে দেখা গেছে। চকবাজারে প্লাস্টিক, খেলনা, গয়না ইত্যাদি মনিহারি পণ্যের দোকান খুলেছে। উর্দু রোডে অভ্যন্তরীণ বাজারমুখী পাইকারি পোশাকের দোকানে কেনাবেচা চলছে। ইসলামপুর পাইকারি পোশাক ও বস্ত্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেচাকেনা করছে। তবে যেটা খুব বেশি দেখা যায়নি, সেটা হলো স্বাস্থ্য সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা। ছোট ছোট দোকানে শারীরিক দূরত্ব বজায় রাখা কঠিন ছিল। তবে বেশিরভাগ দোকানে ক্রেতা কম থাকায় ভিড় দেখা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও