![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/04/29/7c5b3888ec5f488d34352f8de9198e5a-5ea9284e1237a.jpg?jadewits_media_id=1528801)
কাঙ্গালিনী সুফিয়ার পাশে কুষ্টিয়ার জেলা প্রশাসক
প্রথম আলো
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০, ১৩:১১
'অহন কেউ আহেও না, পাইও না' শিরোনামে গতকাল মঙ্গলবার বিকেলে (৩টা ২১ মিনিট) প্রথম আলোর অনলাইনে একটি খবর প্রকাশিত হয়। যাতে উঠে আসে করোনাকালে লোকশিল্পী কাঙ্গালিনী সুফিয়ার অসহায় জীবনযাপনের চিত্র। খবরটি নজরে আসে কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনের। তাৎক্ষনিক একজন ম্যাজিষ্ট্রেটকে খবর দিয়ে কাঙ্গালিনীকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বিকেল সাড়ে চারটায় সুফিয়ার হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন।...