![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/04/online/facebook-thumbnails/iii-copy-samakal-5e8c394dc5a4c.jpg)
‘করোনা’ শুনে অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে গেল চালক, মারা গেলেন গিটারিস্ট হিরু
সমকাল
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২০, ১৪:৩৭
জ্বর, সর্দি, শ্বাসকষ্টে মারা যান নারায়ণগঞ্জের সংগীতাঙ্গনের প্রিয়মুখ বেজ গিটারিস্ট খায়রুল আলম হিরু ওরফে রাকিব। মৃত্যুর পরপরই তার মরদেহ চাদর দিয়ে পেঁচিয়ে এনে ফেলে রাখা হয় রাস্তায়। সারারাত মরদেহের পাশে কেউ ছিল না।