You have reached your daily news limit

Please log in to continue


লাইভে এসে গান শোনালেন চঞ্চল চৌধুরী ও নুসরাত ফারিয়া

চঞ্চল চৌধুরীকে বলা হয় সফল সিনেমার বরপুত্র। তার সিনেমা মানে সংখ্যায় কম, সফলতায় বিস্তর। অভিনয়ের বাইরে তিনি একজন ভালো কণ্ঠশিল্পীও বটে। যার প্রমাণ তার ভক্তরা নানাভাবে পেয়েছেন। অন্যদিকে দুই বাংলার অন্যতম চলচ্চিত্র-মুখ নুসরাত ফারিয়া। বছর দুই আগে ‌‘পটাকা’ নামের গান গেয়ে যিনি তুমুল আলোচনায় ওঠেন। প্রায় দুই বছর পর আবারও এই নায়িকা গায়িকারূপে হাজির হতে প্রস্তুত। শুটিং-রেকর্ডিং শেষ, অপেক্ষা শুধু চলমান করোনাকাল অতিক্রমের।দেশের অন্যতম এই দুই তারকা এবার এক প্ল্যাটফর্মে যুক্ত হয়ে দর্শকদের শোনালেন গান। চঞ্চল চৌধুরী কণ্ঠে নিলেন ভুপেন হাজারিকাকে আর ফারিয়া গাইলেন রুনা লায়লার গান। স্বাভাবিক, দুজনেই মুগ্ধ করলেন দর্শকদের। মুগ্ধতার রেশ ছড়িয়ে দিলেন তাদের সঙ্গে যুক্ত থাকা সংগীত তারকাদেরও।ভিন্ন ধারার এই ঘটনাটি ঘটেছে ৩ এপ্রিল রাতে সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের উদ্যোগ ও সঞ্চালনায় ফেসবুকভিত্তিক ‘মিউজিক ফর পিস-এফবি লাইভ’ আয়োজনে।গান-কথায় সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে চলমান করোনাকালে গানবাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন এটি। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চলে এই লাইভ অনুষ্ঠান।৩ মার্চ এ আয়োজনে চঞ্চল চৌধুরী ও নুসরাত ফারিয়া ছাড়াও উপস্থিত হন ভারতের কণ্ঠশিল্পী অদিতি সিং শর্মা, ঢাকার অভিনেত্রী শাহতাজ, সংগীতশিল্পী আরফিন রুমি ও প্রতীক হাসান।কৌশিক হোসেন তাপসের সঞ্চালনায় প্রাণবন্ত এ অনুষ্ঠানে গান ও কথায় করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে সকলের প্রতি সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিপদগ্রস্তদের প্রতি মানবিক হওয়ার আবেদন জানান শিল্পীরা।কথার ফাঁকে ফাঁকে গান পরিবেশন করেন প্রত্যেক শিল্পীই। ‘মানুষ মানুষের জন্য’, ‘বকুল ফুল বকুল ফুল’সহ এমন বেশ কিছু গান শোনান চঞ্চল চৌধুরী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন