কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেদে ও হিজড়াদের ত্রাণ দিলো চট্টগ্রাম জেলা প্রশাসন

প্রতিদিনের সংবাদ প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ১৮:১৪

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন বেদে পরিবার ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন ভবনে বেদে পরিবার ও নগরীর ডবলমুরিং ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারে হিজড়াদের ত্রাণ দেওয়া হয়। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন জানান, নগরীর ২শ বেদে পরিবার ও ২শ হিজড়া সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল প্রতি প্যাকেটে ১০ কেজি চাল ও ২ কেজি ডাল। এছাড়া মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডকে ১৩০টি মুক্তিাযাদ্ধা পরিবারের জন্য ত্রাণ হস্তান্তর করা হয়েছে। প্রয়োজন হলে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ত্রাণ আমরা দেবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও