কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অবশেষে ত্রাণ গেল বেদেপল্লীতে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ১৭:৫৫

করোনাভাইরাসের কারণে সারা দেশের মতো হবিগঞ্জের চুনারুঘাটের বেদে পল্লীর বাসিন্দারাও গৃহবন্দী। অথচ তারা জানেই না করোনাভাইরাস কি। গৃহবন্দী হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় তাদের রুটি-রুজি। ত্রাণসহ প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় স্থবির হয়ে পড়ে বেদেদের জীবন। এ নিয়ে ২৫ মার্চ ‘করেনা সম্বন্ধে জানে না হবিগঞ্জের বেদেরা’ শিরোনামে ডেইলি বাংলাদেশে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি নজরে আসার পরই সহযোগিতার হাত বাড়িয়ে দেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার বিকেলে হবিগঞ্জের এসপি মোহাম্মদ উল্ল্যার নির্দেশে ওই উপজেলার আহমদাবাদ ইউপির বনগাঁওয়ের বেদেপল্লীতে ২২টি পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক। তিনি বলেন, মানুষ মানুষের জন্য। এ দায়িত্ববোধ থেকেই বেদেদের দিকে সহযোগিতার বাড়িয়ে দিয়েছেন এসপি মহোদয়। তাদের আরো সহযোগিতা প্রয়োজন। বিত্তবানরা এগিয়ে এলে দেশের এ পরিস্থিতিতে বেদেদের জীবনধারণ আরো সহজ হবে। এ সময় আহমদাবাদ ইউপির চেয়ারম্যান আবদে হাসনাত চৌধুরী সনজুসহ প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও