কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা প্রতিরোধে ‘আমিত্ব’ জরুরি

প্রথম আলো আহসান ইমাম প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ১৫:৩৩

বছরব্যাপী আমরা আমিত্ব-জ্বরে ভুগি। সামাজিক যোগাযোগমাধ্যমে, চলনে-বলনে, কাজে, সবকিছুতেই প্রায় আমরা অনেকেই ‘আমি’টাকে জাহির করে থাকি। আমি এই করেছি, আমি ওই করেছি, আমি এটা পারি, আমি এটা পারি, আমার জন্য এই সাফল্য হয়েছে, আমার জন্য অফিস এখন ভালো চলছে, আমি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিই, আমি অমুকের উপকার করেছি, আমি তমুকের জীবন বাঁচিয়েছি, আমি ঘরের কাজে সাহায্য করি, আমি খারাপ কথা বলি না, আমি কারও ক্ষতি করিনি, আমি এই ভালো কাজ করেছি, আমি ওই ভালো কাজ করেছি, আমি এভাবে কথা বলি না, আমি ওভাবে চিন্তা করি না, আমার পরিবারের ভালো দিক এই এই, আমি অমুক পন্থী, আমি তমুক পন্থী, আমি কোনো পন্থী না, আমি নিজের নীতিতে চলি, আমি কারও নীতিতে চলি না, আমি সময়মতো অফিসে যাই, আমি সময়ের আগে অফিস থেকে বের হই না, আমি ভালো পিৎজা বানাই, আমি বাগান করি, আমি ছাদে সুন্দর বাগান করেছি, আমি নিজে গাড়ি পরিষ্কার করি, আমি কাজের লোককে সাহায্য করি, আমি কর্মচারীদের সঙ্গে ভালো আচরণ করি, আমি কারও ক্ষতি করি না, এ রকম আরও অনেক ‘আমি’। অর্থাৎ নানাবিধ আমিত্ব। এই ‘আমিত্ব’ ইতিবাচক ধরে নিচ্ছি। যিনি পারেন তিনিই বোধ হয় এই ‘আমি’তে অহংকারী হয়ে ওঠেন অথবা আত্মপ্রচারে সুখ পান (কিছু ব্যতিক্রম ছাড়া)। সে যা–ই হোক, এবার করোনা (কোভিড-১৯) প্রসঙ্গে আসা যাক। বিশেষজ্ঞরা বলছেন করোনাভাইরাস প্রতিরোধে কিছু নিয়ম পালন করতে। এরই মধ্যে আমরা জেনে গিয়েছি করোনা বৈশ্বিক মহামারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও