কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আকিজের করোনা হাসপাতাল বানানোর খবরে এলাকাবাসীর বিক্ষোভ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ১৪:০৭

তেজগাঁও শিল্পাঞ্চলে আকিজ গ্রুপের প্রতিষ্ঠানে উত্তেজিত জনতা বিক্ষোভ ও হামলা করেছে। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করছে আকিজ এমন খবরে সেখানে স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী বিক্ষোভ করেন। শনিবার দুপুর দেড়টা পর্যন্ত সেখানে বিক্ষুব্ধ এলাকাবাসীদের অবস্থান ও বিক্ষোভ করতে দেখা যায়। এ ব্যাপারে ডিএমপি'র তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার সালমান হাসান জানান, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতাল বানাচ্ছে আকিজ গ্রুপ এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্থানীয়রা প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করে। তারা এমন কোনো হাসপাতাল হতে দেবে না এমনটাই দাবি তাদের। তবে সহকারী পুলিশ কমিশনার সালমান বলেন, আমি আকিজ গ্রুপের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আসলে হাসপাতাল নয় এখানে কোয়ারান্টাইনের জন্য ভবন হচ্ছে। তবে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও