বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার জানাজা আজ শনিবার বাদ জোহর নরসিংদীর শিবপুর থানার দক্ষিণ কারারচর গ্রামে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রাজধানী ধানমণ্ডির গণস্বাস্থ্য হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগে সানাউল্লাহ মিয়া কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। আজ শনিবার সকালে সানাউল্লাহ মিয়ার সহকারী আইনজীবী কামরুজ্জামান সুমন এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল রাতেই স্যারের মরদেহ ঢাকা থেকে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আজ শনিবার বাদ জোহর তাঁর জানাজা শেষে দাফন করা হবে।’ গতকাল রাতে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.