সাত বিষয়ে ফেল করে প্রধান শিক্ষকের কক্ষে তালা!

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ২০:২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসএসসির নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হওয়ায় ফরম ফিলাপ করতে না দেওয়ায় ক্ষুব্ধ এক শিক্ষার্থী প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


মঙ্গলবার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।


এ নিয়ে প্রতিবাদ করলে শিক্ষকদের সঙ্গেও অসদাচরণ করেন ওই শিক্ষার্থী ও তার বন্ধুরা।


প্রত্যক্ষদর্শী ও শিক্ষকরা জানান, লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ওই ছাত্র এসএসসির নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেছে। ফলে তাকে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ।


এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী তার বন্ধুবান্ধব নিয়ে এসে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ শিক্ষার্থীর এমন আচরণে প্রতিবাদ করলে তার সঙ্গেও সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। পরে ওই শিক্ষার্থী প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়ে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও