চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২১ মার্চ ২০২০, ১৪:২০
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সহ সব উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এসময় জানানো হয়, একই সঙ্গে স্থগিত করা হয়েছে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও। তফসিল অনুযায়ী, আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। এ নির্বাচনে বৈধ ছয় প্রার্থী হলেন- আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম। এছাড়াও কাউন্সিলর পদে ২ শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।