
সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে ইসলামি বিধান অনুসরণ
অজু দ্বারা সওয়াব বা নেকি অর্জনের পাশাপাশি জাগতিক উপকারও রয়েছে। যেমন দৈনিক পাঁচবার নামাজের জন্য অজু করলে এবং প্রতিবার আহার গ্রহণের আগে অজু করলে নানা ধরনের ছোঁয়াচে বা সংক্রামক রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়। এর বরকতে দুরারোগ্য ও কঠিন-জটিল ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করেন। লিখেছেন শাঈখ মুহাম্মাদ উছমান গনী