
কোনো কিছু ভাঙলে-চুড়লে তা মেরামত করতে হয়। একে রক্ষণাবেক্ষণ বলে। দেশের অনেক ভাঙা রাস্তা সংস্কারের ধরন দেখে যে কারও মনে হতে পারে, সত্যিকার অর্থে মেরামতির জন্য নয় বরং আবার মেরামতির আবশ্যকতা নিশ্চিত করার জন্যই কাজগুলো করা হয়ে থাকে। নাটোরে এই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে সিংড়া উপজেলার রনবাঘা জিসি থেকে বোয়ালিয়া-বামিহাল পর্যন্ত সোয়া চার কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ করেছেন রংপুরের ঠিকাদার...
- ট্যাগ:
- মতামত
- নষ্ট
- রাস্তা নির্মাণ
- নাটোর
- রংপুর জেলা