![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020March/bg/eya-hospitalDSC_820520200305134840.jpg)
৪৯ জনের চোখে আলো ফেরালো ‘বসুন্ধরা আই হসপিটাল’
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ১৩:৪৮
ঢাকা: ‘বয়সের ভারে ন্যুজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চেনাখালী ফলিফাপাড়ার বাসিন্দা হোসেন আলী। বয়স ৮০ ছুইঁ ছুইঁ ওই বৃদ্ধ চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেক আগেই। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে শেষ বয়সে ঘোর অন্ধকারেই কাটছিল হোসেন আলীর জীবন।