![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020February/bg/id20200218112246.jpg)
জীবিত ব্যক্তি মৃত ভোটার তালিকায়!
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:২২
ঝালকাঠির নলছিটিতে জীবিত এক ব্যক্তির নাম মৃত ভোটার তালিকায় হালনাগাদ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা গেছে, ঝালকাঠীর নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের হয়বৎপুর গ্রামের আজাহার আলী হাওলাদার ও নূর বানুর ছেলে মো. কামাল হাওলাদার। তার জন্ম ১৯৮৫ সালের ২ মে ও ভোটার আইডি নম্বর ৪২১৭ ৩২১৩ ১৭২০৪।