‘ঘনিষ্ঠ বন্ধু’ মনমোহন সিংয়ের প্রয়াণে ব্যথিত মুহাম্মদ ইউনূস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ২২:২১
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় তিনি বলেছেন, “মনমোহন সিং অত্যন্ত মানবিক ব্যক্তিত্বের একজন দূরদর্শী নেতা, রাষ্ট্রনায়ক। ভারতের জনগণের কল্যাণ নিশ্চিতে অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত। ভারতের অর্থনৈতিক রূপান্তরে তার অবদানেই তিনি স্মরণীয় থাকবেন।”
প্রধান উপদেষ্টার দপ্তরের ফেইসবুক পেইজে শুক্রবার শোক বার্তাটি প্রকাশ করা হয়েছে। সেখানে অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে নাম লেখানো ভারতীয় কংগ্রেসের বর্ষীয়ান রাজনীতিবিদ মনমোহন সিংকে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের একজন ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলা হয়েছে।