ফায়ার ফাইটার নয়নের মৃত্যু: দায় পুলিশ না ফায়ার সার্ভিসের?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ২২:১৯

সাধারণত কোথাও আগুন লাগলে সঙ্গে সঙ্গে সেখানকার আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়। সড়ক বন্ধ করতে পুলিশ ও স্থানীয়রা সহয়তা করেন। সড়ক বন্ধ থাকলেও জরুরি সেবা দেওয়া ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, আইশৃঙ্খলা বাহিনীর গাড়ি চলাচল করে।


দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন লেগেছিল বুধবার দিনগত রাতে। আগুন নেভাতে তেজগাঁও থেকে ছূটে আসেন ফায়ার ফাইটার নয়ন। রাত ৩টা ১৫ মিনিটের দিকে যখন পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তখন একটি দ্রুতগতির ট্রাক এসে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যান তিনি। মাথা থেকে হেলমেট ছিটকে পড়ে। রাস্তায় ছিটকে পড়ে রক্তও। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও