জীবনে বড় হতে চাইলে
মনি এমনি কি মানুষ বড় হয়? নাকি বড় হওয়ার জন্য তাকে কিছু করতে হয়? কাজ মানুষকে বড় করে, নাকি ভাগ্য? এ নিয়ে মানুষের মধ্যে অনেক বিতর্ক আছে। কেউ বলেন, ভাগ্যে না থাকলে কিছুই হয় না। আবার কেউ বলেন, কাজই মানুষকে বড় করে। আসলে কোনটা ঠিক? মানুষ বড় হয় কি ভাগ্যের গুণে; নাকি কাজের বদৌলতে? আরো অনেক প্রশ্ন আমাদের সামনে এসেছে। কেউ মানুষকে নিয়ন্ত্রণ করে? কাজ নাকি ভাগ্য? কেউ বলেন কাজ, আবার কেউ বলেন ভাগ্য