শব্দদূষণ প্রতিরোধে উচ্চমাত্রার মাইক লাউডস্পিকার নিষিদ্ধ
দৈনিক আজাদী
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:২২
শব্দদূষণ প্রতিরোধে চট্টগ্রাম নগরে উচ্চ মাত্রার শব্দ সৃষ্টিকারী যন্ত্রের ব্যবহার, বাদ্যযন্ত্রের সাহায্যে গান-বাজনা, শব্দের শক্তি বৃদ্ধি করার জন্য মাইক্রোফোন, লাউডস্পিকার নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তবে সকল ধর্মীয় অনুষ্ঠানে শব্দযন্ত্রের ব্যবহার ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে সাইরেনের ব্যবহার এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। গতকাল সোমবার সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান সিএমপি অধ্যাদেশের ৩৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেন। খবর বাংলানিউজের।