লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে আরও ৮২ জন বাংলাদেশিকে ফেরানো হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় নামেন তারা।
লেবানন থেকে ফিরতে আগ্রহীদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ ব্যবস্থাপনায় ফেরানো হচ্ছে।
এ পর্যন্ত ১১টি ফ্লাইটে সবমিলিয়ে ৬৯৭ জনকে বাংলাদেশে ফেরানোর করার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ ও ইসরায়েল। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ইসরায়েল লেবাননে আক্রমণের গতি বাড়িয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দেশে ফেরা
- বাংলাদেশি ফেরত