এ মাসে কি শৈত্যপ্রবাহ হবে, শীত ও লঘুচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

প্রথম আলো প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ১৫:০৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করেছে। চলতি নভেম্বর মাস শেষ হতে আরও আট দিন বাকি। ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে এসেছে। তাপমাত্রা আরও একটু কমতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা। আবার দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে অবশ্য বাংলাদেশের উপকূলে বড় ধরনের প্রভাব না–ও পড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।


লঘুচাপের কিছুটা প্রভাব যদি বাংলাদেশ প্রান্তে দেখা যায়, তাতে কি তাপমাত্রা আরও কমে যাবে বা এতে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে—এ প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, সাধারণত নভেম্বর মাসে শৈত্যপ্রবাহের নজির নেই। তবে তাপমাত্রা ইতিমধ্যে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এটা আরেকটু কমতে পারে। কিন্তু এ মাসের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বললেই চলে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও