চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখনো মহিউদ্দিন চৌধুরীর নামেই!

ঢাকা পোষ্ট চট্টগ্রাম প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ২১:১৩

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পুরোপুরি যানচলাচলে সক্ষম না হলেও তড়িঘড়ি করে গত বছরের ১৪ নভেম্বর প্রকল্পটির উদ্বোধন করেছিলেন অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


উদ্বোধনের পর এক বছর পেরিয়ে গেলেও এখনো অফিসিয়ালি যানচলাচল শুরু হয়নি। এমনকি উড়ালসড়কটি দিয়ে যানচলাচলে টোলহারও নির্ধারণ করতে পারেনি প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেকটা তাক লাগাতে তড়িঘড়ি করে সড়কটিসহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। 


এর আগে গত বছরের ২৪ আগস্ট সিডিএর ৪৫৮তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নামকরণ হয় এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও