পাঁচ দেশে চাকরির কথা বলে নিয়ে গিয়ে ‘জিম্মি’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ২১:১৯

চাকরির কথা বলে ‘জিম্মি’ করার ঘটনায় থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।


শুক্রবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা দেওয়া হয়েছে।


এতে বলা হয়, “কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কলসেন্টার অপারেটরসহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে (ভুয়া ওয়েবসাইট, ই-মেইল, ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি) প্রচার কার্যক্রম ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে।


“এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সাথে বাংলাদেশিদেরও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে।”


থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস চলছে, ‘প্রতারক চক্রের’ স্ক্যাম সেন্টার থেকে ফেইসবুক ও হোয়াটসঅ্যাপে দেশবিদেশে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা হয়। ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে বিনিয়োগ করলে চক্রটি সেসব অ্যাকাউন্ট বন্ধ করে অর্থ আত্মসাৎ করে তারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও