দক্ষিণের তিন চেকপোস্টে করোনাভাইরাস নিয়ে সতর্কতা
প্রথম আলো
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০, ০৯:০৬
চীনসহ কয়েকটি দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় দক্ষিণাঞ্চলের তিনটি অভিবাসন চেকপোস্ট—যশোরের বেনাপোল, সাতক্ষীরার ভোমরা ও চুয়াডাঙ্গার দর্শনায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকি নির্ণয়কেন্দ্রে স্থাপন করা হয়েছে। যশোরের বেনাপোল অভিবাসন তল্লাশিচৌকি দিয়ে গত ১০ দিনে দেশে ভারত থেকে আসা চার হাজার যাত্রীকে পরীক্ষার আওতায় আনা হয়েছে। কিন্তু কারও শরীরে এই ভাইরাসের লক্ষণ দেখা যায়নি—যদিও করোনাভাইরাস নির্ণয়ে উন্নত মানের যন্ত্রপাতি নেই। মানবদেহের তাপমাত্রা মাপার থার্মো স্ক্যানারের মনিটর দীর্ঘদিন ধরে বিকল পড়ে রয়েছে। যে কারণে পরীক্ষা-নিরীক্ষার সময় সংকেত দেওয়া ব্যক্তির ছবি মনিটরে দেখা যাচ্ছে না। এতে সময় ও লোকবল বেশি লাগছে। এ কারণে পরীক্ষা-নিরীক্ষা কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে।