কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ত্বকের রোগ দাদ

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০, ২২:০৮

ইনগে ভিয়েনকের দাদে ভুগছেন৷ ত্বকের ওপর ছোট ছোট ফোস্কা দেখা দিয়েছে এবং আংশিক এরই মধ্যে খসখসে ও পুরোটাই প্রায় লাল হয়ে গেছে৷ দু'দিন ধরে ত্বকের একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন৷ তাঁর ডাক্তার ত্বক পরীক্ষা করছেন এবং ব্যথা কতটা হচ্ছে নিয়মিত তার খোঁজ নেন৷ ইনকের ভাষায়, ‘‘প্রথম প্রথম ১০ মানে আমার কাছে ছিল আগুনের মতো, যেন কেউ ম্যাচের কাঠি জ্বালিয়ে মুখে ধরেছে৷ কাল ১০ই ছিল, আজ সাত৷'' দাদের ক্ষেত্রে সাধারণত দেহের একপাশ আক্রান্ত হয়৷ আর ত্বকের বড় একটি অংশ জুড়ে হয়৷ দাদ হলো এক ধরনের ভাইরাল আক্রমণ৷ ফোসকার ভেতর কী হচ্ছে তা দেখা যায়, কিন্তু রোগের মূল আরো অনেক গভীরে৷ চিকেন পক্স ভাইরাস থেকে দাদ হয়, যাকে বলা হয় ভ্যারিসেলা-জোস্টার ভাইরাস৷ চিকেনপক্স ভালো হয়ে গেলেও তা রোগীর নার্ভটিস্যুতে নিষ্ক্রিয় অবস্থায় থাকে৷ রোগী দূর্বল হয়ে পড়লে তা পরবর্তীতে আবার ফিরে সক্রিয় হয়ে উঠতে পারে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও