প্যানক্রিয়াটাইটিস বা অগ্ন্যাশয়ের প্রদাহ পেটব্যথার অন্যতম কারণ। এই রোগ সম্পর্কে আমরা অনেকেই জানি না। অনেক সময় একে গ্যাসের সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়, যার কারণে রোগটি সময়মতো শনাক্ত হয় না এবং এ থেকে জরুরি অবস্থা হতে পারে। সময়মতো চিকিৎসা না পেলে জীবনহানির ঝুঁকি থাকে।
প্যানক্রিয়াটাইটিস কী?
প্যানক্রিয়াটাইটিস হচ্ছে অগ্ন্যাশয়ের প্রদাহ। পেটের বাঁয়ে পেছন দিকে রয়েছে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় যা পাচক রস, ইনসুলিনসহ বিভিন্ন হরমোন তৈরি করে থাকে। এই অঙ্গে দুই রকম প্রদাহ হতে পারে:
১. অ্যাকিউট বা আকস্মিক শুরু হওয়া প্যানক্রিয়াটাইটিস
২. ক্রনিক বা দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস