এখন যেমন ফ্রিজের নকশা চলছে

প্রথম আলো প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ১৫:৫৬

ফ্রিজ এখন আর শুধু প্রয়োজনীয় এক যন্ত্রই নয়, আধুনিক অন্দরসজ্জারও এক অবিচ্ছেদ্য অংশ। অন্দরের যে অংশেই ফ্রিজ রাখা হোক, সেটা হয়ে ওঠে ওই জায়গার সৌন্দর্যের অংশ। এই দিকটা মাথায় না রেখে ফ্রিজ কিনলে তাতে আপনার প্রয়োজন হয়তো মিটবে, তবে আধুনিক অন্দরে তা মানানসই না-ও হতে পারে।


ভুলভাবে বাছাই করা একটি ফ্রিজ ঘরের জন্য হয়ে উঠতে পারে দৃষ্টিকটু। আধুনিক অন্দরসজ্জায় নিরপেক্ষ ধাঁচের বিভিন্ন রং ব্যবহার করা হয়ে থাকে। খুব উজ্জ্বল রঙের কিংবা বেশ কারুকাজ করা ফ্রিজ হয়তো শোরুমে দৃষ্টিনন্দন; কিন্তু আপনার বাড়ির অন্দরসজ্জা যদি আধুনিক ধারায় করে থাকেন, তাহলে বাড়িতে আনার পর সেই ফ্রিজ আর সুন্দর দেখাবে না।


কেমন হতে পারে এ যুগের ধারায় সাজানো অন্দরের উপযোগী ফ্রিজ, সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সির প্রতিষ্ঠাতা স্থপতি তাসনিম তূর্যির কাছ থেকে জেনে নেওয়া যাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও