You have reached your daily news limit

Please log in to continue


বউ বাজারে টিভি-সিডির উচ্চশব্দে কান ঝালাপালা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও চকবাজার (বউ বাজার) মসজিদের কাছের দোকানগুলোতে দিনের বেলায় উচ্চশব্দে টেলিভিশন ও সিডি চালানো হয়। এতে নামাজি মুসল্লিদের রীতিমতো ইবাদত বন্দেগীতে ব্যাঘাত ঘটছে। পাশে থাকা বাসাবাড়ি, কলোনির কোমলমতি স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা ঠিকমতো ক্লাসের পড়ায় মনোযোগ দিতে পারছে না। অনেকে মানসিক বিকারগস্ত হয়েও পড়ছেন। সম্প্রতি এক দুপুরে বউ বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই বাজারে টিনের ছাউনির সারিবদ্ধ ১০ থেকে ১৫টি দোকান রয়েছে। বাসাবাড়ি ও কলোনির পাশেই লাগোয়া চা-মিষ্টির কয়েকটি দোকানে প্রচণ্ড উচ্চশব্দে চলছে টেলিভিশন ও ভিসিডি।  এছাড়া কয়েকটি দোকানে জুয়ার আসরও বসেছে। স্কুল ফাঁকি দিয়ে তিন শিক্ষার্থী দাঁড়িয়ে চায়ের দোকানে টেলিভিশন দেখছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন